বুধবার, ৮ আগস্ট, ২০১২

ফ্রিল্যান্সিং জগতে যারা নতুন তাদের কয়েকটি বিশ্বস্ত সাইট এবং সে সম্পর্কে ধারণা......

এই সাইটে আপনাকে ৫ ডলার দেয়া হবে আপনার কাজের জন্য । আপনাকে  সিদ্ধান্ত নিতে হবে আপনি ৫ ডলারের জন্য কি কি কাজ / gig একটু খেয়াল করলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন ধরনের গিগ আপনাকে পোস্ট করতে হবে। না না ভয় পাবার কিছু নেই। এখানে রয়েছে বিভিন্ন বিভাগ। এই বিভাগ গুলোর যেকোনোটিতে আপনি যতো খুশি ততো গিগ প্রতিদিন জমা দিতে পারেন। তবে বেশি গিগ দিলেই যে বেশি অর্ডার পাওয়া যায় কথাটি এমনও নয়। আমি এখনও মাঝে মাঝে আমার ১ম গিগ থেকেও অর্ডার পাই। পুরো ব্যাপারটি নির্ভর করছে আপনার গিগ এর ধরন, নিজস্বতা, আর আপনার পণ্যের চাহিদার উপর।করেন । মনে রাখবেন প্রতিদিন ৪০,০০০ লোক কাজ করে । তাই আপনিও কাজ পাবেন ।
আমি আমার একটি গিগ এর উদাহরন দিচ্ছি যেটা একটা সময় খুবই হট গিগে পরিনত হয়াছিল।
1. I will give you wordpress tutorial for $5.
2. I will create 10 gmail or youtube account for $5.
এবার আসি টাকা উত্তলন এর কথাই। অর্ডার পাবার সাথে সাথেই টাকা বায়ার পুরো টাকা ইসক্রো করে দায়। তাই সময় মতো কাজ জমা দিলে টাকা পাবেনই। কাজ জমা দেয়ার ৩দিন এর মধ্যে বায়ার আপানর কাজটি গ্রহন করবেন ও আপনাকে রেটিং দেবে। এবং কাজটি গ্রহন করার টাকা আপনার অ্যাকাউন্ট এ জমা হবে এবং ১২ দিন এর মাথায় আপনার টাকা ক্লিয়ার করা হবে।
ভাইয়ারা আপনাদের সুবিধার জন্য বলছি ।
প্রথমে এই সাইটে রেজিস্ট্রেশন করুন -Registration
এখন এখানে রেজিস্ট্রেশন করুন - registration


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন