বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

মাইক্রোওয়ার্কার্সের মত সাইটের মালিক হোন।


আমি একটি রেডিমেড মাইক্রো জব সাইট তৈরি করেছি। যা ডোমেইন+হোস্টিং+রেডি মাইক্রো জব স্ক্রিপ্ট সহ বিক্রয় করা হবে। উল্লেখ্য যে ডোমেইনটি নেমচিপে রেজিস্টার্ড।
হোস্টিং প্যানেলটি ১০০% ফ্রি হস্টেড। তবে মোটামুটি একটি মাইক্রোজব সাইট চালানোর জন্য যথেষ্ট। কেউ পেইড হোস্টিং ব্যবহার করতে চাইলে কোন অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার পেইড হোস্টিং রেকর্ড নেমচিপে যুক্ত করতে হবে।
=> এই স্ক্রিপ্টের সুবিধাসমুহঃ
- এর সুবিধা নতুন করে বলার কিছু নেই, সম্পূর্ণরূপে মাইক্রোওয়ার্কার্সের মত।
- ফ্রি সাপোর্ট সবসময় (ইমেইলে)
=> ডেমো দেখুনঃ
ডেমো- http://findfree.in
এডমিন লগিন- http://findfree.in/admin/
=> মূল্যঃ
ডোমেইন এবং স্ক্রিপ্টের মূল্য $50 নির্ধারন করা হয়েছে। টি,টি ভাইদের জন্য $10 পর্যন্ত ছাড়!
বিঃদ্রঃ ডোমেইনসহ শুধু একজন ক্রেতাই ক্রয় করতে পারবেন। অন্য কেউ কিনতে চাইলে শুধু স্ক্রিপ্ট বিক্রয় করা যাবে। সাথে থাকছে ফ্রি ইন্সটলেশন সাপোর্ট।
=> যোগাযোগঃ
=> পেমেন্টঃ
আপনি ইমেইলে কন্টাক্টের পর আলোচনা সাপেক্ষে আপনাকে আমাদের পেজা(এলার্টপে),স্ক্রীল(মানিবুকার্স) অথবা বিকাশ আইডি দেয়া হবে।
=> ডেলিভারিঃ
আপনি পেইড করার পর নিম্নোক্ত জিনিসগুলো আপনার ইমেইলে সেন্ড করা হবে-
১। Namecheap.com – Domain Panel (username and password)
২। Hosting Panel – (url, login email and password)
৩। Full script copy-(in .zip format)

Mobile Charge সম্পন্ন হলে Automatic মোবাইল কথা বলে জানিয়ে দিবে


উপরের শিরোনামটি শুনে অবাক হচ্ছেন? এখানে অবাক হওয়ার কিছুই নেই । কারণ পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই বললেই চলে। তাই আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর সফটওয়্যার-এর সাথে পরিচয় করিয়ে দেব। সফটওয়্যার একদম বিনামূলের আর মজার ব্যাপারটা হল এটিকে সাইন করার কোন ঝামলা নেই।

এটি মুলত আপনাকে আপনার ইলেকট্রিসিটির (বিদ্যুৎ) সাশ্রয় করার জন্য তৈরী করা হয়েছে। যখনি আপনার মোবাইলের চার্জ সম্পন্ন হয়ে যাবে তখনই সফটওয়্যারটি আপনা-আপনিই একটা কন্ঠস্বরের মাধ্যমে আপনাকে জাগিয়ে দেবে এবং চার্জার আনপ্লাগ করতে বলবে। কি খুব সুন্দর না? তাহলে নিচে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । এই সফটওয়্যারটি নোকিয়ার ‍s60v3 ও s60v5 – এর সবগুলো মোবাইল ছাড়াও
নিম্নবর্ণিত সেটগুলোতে সাপোর্ট
করবেঃ
Nokia : 3250 XM, 5230, 5233, 5320 XM, 5500, 5530, 5700XM, 5800XM, 6110Nav, 6120c, 6120s,
6122c, 6210Nav, 6220Nav, 6650F, 6124, 6290, E50, E51, E60, E61, E61i, E62, E63, E65, E66, E70, E71, E90, N71, N73, N75, N76, N77, N78, N79, N80, N81, N82, N85, N86, N91, N92, N93, N93i, N95, N96, N97, X6, X3, C6 ইত্যাদি।
Sumsung : I458, I450, I408, I400, I520, I550, I558, I560, I586, i7110, I8510, G818E, G810, L780, L788, L878E, innov8 Sony Ericsson : G702, M608c, P1c, P1i, P5i, P990, W950, W958c, W960, G900 Motorola : Z8, Z10 So. why waiting?
এখুনী ডাউনলোড করুন ।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ভিজিট করুন


মাউস অটো ক্লিকার (এবার আপনার মাউস ক্লিক করবে নিজে নিজে) Auto Click Soft

Please Read the Image and Download The Soft -


Click here And DOWNLOAD free

windows 7 কে windows 8 বানান সবচেয়ে সহজ উপায়ে


সবাইকে আমার শুভেছা জানাই। তাই ভুল হলে আসা করি আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন।
যাই হক এবার আসল কথাই আসা যাক।

Tittle টা দেখেই হয়ত অনেকে বুঝতে পারছেন কি নিয়ে এই পোস্ট লিখা। তারপরও যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।


যারা উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তারা কিন্তু খুব সহজ উপায়ে এটাকে উইন্ডোজ ৮ এ পরিনত করতে পারেন। তবে এতে আপনার অপারেটিং সিস্টেম এর কোন পরিবর্তন হবে না। শুধু ওউটলুক হিসাবে উইন্ডোজ ৮ কাজ করবে অনেকটা themes পরিবর্তন করলে যেমন হয়।
Click Here For Download Link

এখান থেকে ফাইল টা ডাউনলোড করুন। প্রায় ৫৮এমবি হবে।
এখান থেকে Windows 8 Transformation Pack 6.0 ফাইল টা ডাউনলোড করুন


এরপর জিপ ফাইলটা উনজিপ করে নিন এবং Windows 8 Transformation Pack 6.0.exe নামের ফাইল ওপেন করুন।
এখন নিচের ছবিটি অনুসরণ করুন।


এবার পুরপুরি ইন্সটল হলে আপনার পিসি টা restart হবে। তখন দেখুন আপনার পিসিটা উইন্ডোজ ৮ এ পরিনত হয়েছে।আপনি চাইলে আপনার পিসির properities দেখতে পারেন, তখন এটা এমন দেখাবে


আরও একটা ছবি দেখেনিতে পারেন


এতক্ষন কষ্ট করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কিছু ভুল করে থাকলে কমেন্টের
মাধমে জানান।

Welcome Screen এ যুক্ত করুন নিজস্ব মেসেজ



দরকারে হোক আর অদরকারে হউক আপনি ওয়েলকাম screen এর আগে হ্চ্ছমত যেকোন মেসেজ যুক্ত করতে পারেন ।নীচের পদ্ধতিটি অনুসরণ করুন আর যুক্ত করুন আপনার যেকোন মেসেজ
১। Start>Run>Regedit টাইপ করে এন্টার চাপুন।
২।এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন।
৩।এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।
৪। এবার ডান দিক থেকে LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন।
এবার কম্পিউটার রিবুট করুন আর এফেক্ট দেখুন

কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটি কৌশল



সবাই কেমন আছেন,আশা করি উপর আল্লাহর রহমতে ভালই আছেন।এখন আমি আপনাদের বলব কী করে কম্পিউটারের গতি বারানো যায়।

আমরা সাধারনত উইন্ডোজ চালিত কম্পিউটারের গতি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি যা অনেক সময় গতি না বাড়িয়ে উল্টো আর গতি কমিয়ে দেয় বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে।এই সমস্যার সমাধন হল সফটওয়্যার ব্যবহার না করেই গতি বাড়ানো।
খুব সহজেই সফটওয়্যার ছাড়া কম্পিউটারের গতি বাড়ানো যায়।
এজন্য প্রয়োজন শুধুমাএ Notepad এবং অবশ্যই উইন্ডোজ চালিত কম্পিউটার।

১। প্রথমে Notepad Open করে >>>>>>>>>এতে,Mystring=(80000000) লিখে ফাইলটি Ram.vbe নামে Desktop-এ Save করুন।
০২। এবার Start-এর Run এ গিয়ে Regedit লিখে Enter চাপুন। এবার HKEY_CURRENT_USER এর Control Panel এ Doubel Click করে এর Desktop-এ Single click করুন।
০৩। এবার ডান পাশে Desktop-এর Registry গুলো দেখতে পাবেন। সেখান থেকে MenuShowDelay খুজে বের করুন।এবং Double Click করেন।
০৪। এবার এর ‍string Editor আসবে।সাধারনত এর Value দেয়া থাকে 400। একে শূন করে দিন। এবার computer Restart করে Ram.vbe এ double click করুন। এটি আপনে start Up এ রেখে দিলে computer চালুর সাথে এটি চালু হবে। আর desktop এর এটি Hide করে রেখে দিন।
https://www.facebook.com/pages/Monlancer/375973959146705

সোমবার, ৫ নভেম্বর, ২০১২

IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে


আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে IP অ্যাড্রেস ট্র্যাকিং করতে হয় এবং যে কারো ঠিকানা বের করতে হয়। হ্যাকিং কথাটা আসলে ট্র্যাকিং কথাটা চলে আসে। কারন একজন হ্যাকার সবসময় ট্রাই করে হ্যাক করার জন্য। আর ভিকটিম ট্রাই করে হ্যাকার কে খুজে বের করার জন্য। আর হ্যাকার কে খুজে বের করার জন্য বিভিন্ন ভাবে ট্র্যাকিং করা হয়। তাই এখন আমি আপনাদের দেখাব কিভাবে IP ট্র্যাকিং করতে হয়। তাহলে চলুন কথা না বারিয়ে ট্র্যাকিং শুরু করা যাক।

Email থেকে বের করুন sender-এর IP 


অ্যাড্রেস…..


অনেক সময় অনেক ফাউল পোলাপান মেইল পাঠিয়ে মজা করে, বিরক্ত করে অথবা spamming করে। তাদের কে শাস্তি দেওয়ার জন্য তাদের খুজে বের করতে হবে। এখন আসুন কিভাবে তাদের IP বের করবেন। প্রথম মেইল থেকে “email header” বের করতে হবে ।


১. Google Mail (GMail)

ক. যে ব্যক্তির IP অ্যাড্রেস বের করবেন ওই ব্যক্তির  মেইলটি ওপেন করেন।
খ. মেইল টি ওপেন করার পর উপরে দেখুন replay, replay all, Show Original ইত্যাদি লেখা আছে। ওখান থেকে Show Original-এ ক্লিক করেন। তাহলে নতুন একটি ট্যাব ওপেন হবে। ওই ট্যাব থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।

২.Yahoo Mail (Yahoo)

**** ইয়াহু-এর নতুন ভার্শনের ক্ষেত্রে।
ক. যে মেইল থেকে sender-এর IP বের করতে চান তার মেইলের উপর mouse-এর right click করেন। তারপর “View Full Headers”-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
**** ইয়াহু-এর classic ভার্শনের ক্ষেত্রে।
ক. mail ওপেন করেন। তারপর View Full Header-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।

৩.Windows Live (Hotmail)

ক. ম্যাসেজ-এর উপর right click করেন তারপর “View Full Header”-এ ক্লিক করেন।তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান । বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
এখন ত victim-এর IP address পেয়ে গেলেন। এখন সালা ভিকটিম যাবে কোথায় ? আজকে খবর-ই আছে

এখন আসুন ভিকটিমের ঠিকানা বের করি

অনেক ভাবে ট্র্যাকিং করা যায়। তার মধ্যে থেকে আমি আপনাদের মাত্র কয়েক টা নিয়ম দেখাব। যেগুলো প্রাথমিক পর্যায়ে ব্যাবহার করা হয়। আপনাদের advance গুলো শিখানো যাবে না। তাইলে আবার আমাকে ট্র্যাকিং করে বের করে ফেলবেন!!! যাই হোক শুরু করা যাক ট্র্যাকিং।
১. এখন এই সাইটে যান। 
এখন IP লিখে “IP Locator”-এ ক্লিক করেন।  সব পেয়ে যাবেন। oh!!কি মজা না। পেয়ে গেলেন সব।

২. এখন এই সাইটে যান। 

এখন IP লিখে “Lookup IP Address”-এ ক্লিক করেন।

৩. এখন এই সাইটে যান। বক্সে ip address লিখে Check IP address এ ক্লিক করুন । এই সাইট টা অনেক ভালো। অনেক ইনফো পাওয়া যাবে এই সাইট থেকে ।এখন IP লিখে “IP Locator”-এ ক্লিক করেন।
 IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে ।

আশা করি এখন সব বুঝে গেছেন। আমাকে আর কিছু বলতে হবে না।
(বিঃদ্রঃ সঠিক লোকেশান জানার জন্য আপনাকে প্রথম জানতে হবে worldএর ম্যাপ সম্পর্কে। আর বিশেষ করে Latitude এবং Longitude কী এবং Latitude এবং Longitude দিয়ে কিভাবে কোন নির্দিষ্ট এলাকা/যায়গা চিহ্নিত করতে ) 
সবাইকে ধন্যবাদ ।